আব্দুস সামাদ মন্ডল ও রহমতুল্লাহ , আপনজন: সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ফলাফল। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকার পাঁচজন হবু ডাক্তারকে সংবর্ধিত করা হয়। এরা প্রত্যেকেই একেবারে পিছিয়ে পড়া শ্রেণি থেকে উঠে এসেছে। সাগরদিঘি ব্লক-এর মধ্যে চারজন ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। তার মধ্যে কাবিলপুর অঞ্চল থেকে তিনজন এবং ব্রাহ্মণী গ্রাম থেকে একজন। এরা হল ইমরান সেখ. আসিফ ইকবাল, গোলাম সারোয়ার ও সাহিল রাজা। কাবিলপুরে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেন জঙ্গিপুরের এস. ডি.পি.ও বিদ্যুৎ তরফদার মহাশয় এবং সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত ওসি সুমিত বিশ্বাস প্রমুখ।
সাগরদিঘী ব্লক এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাবিলপুরের মহঃ ইলতুৎমিসের ছোট ছেলে গোলাম সারওয়ার। তার সর্বভারতীয় পরীক্ষায় স্থান হয়েছে ৯৭৫৯ এবং স্কোর ৬২৫। সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হওয়া বলে জানান গোলাম সারোয়ার এর পিতা মোঃ ইলতুৎমিস। কাবিলপুর দারুল কুরআন সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষাকর্মী ইলতুৎমিস সাহেবের ৯ জন ছেলে-মেয়ের মধ্যে গোলাম সারওয়ার সর্বকনিষ্ঠ। গোলাম সারওয়ার আল-আমিন মিশনের পাপড়ি শাখা থেকে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে নিয়ে উত্তীর্ণ হয়। তারপর আল-আমিন মিশনের সাঁতরাগাছির নয়াবাজ ক্যাম্পাসে নিট-এর প্রশিক্ষণের জন্য ভর্তি হয়। সেখান থেকেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। তাই আল আমীন মিশন বিশেষত সাঁতরাগাছি নয়াবাজ ক্যাম্পাস কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। গোলাম সারওয়ার বলেন ‘ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হয়ে মানুষের পাশে থাকতে চাই’। এই প্রসঙ্গে গোলাম সারোয়ার এর পিতা মোঃ ইলতুৎমিস সাহেব বলেন, “আমি নিজের জীবনে বিভিন্ন ভাবে ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের মধ্য দিয়ে আমার ৯জন ছেলে মেয়েকে শিক্ষার আলো দেখাতে পেরেছি, তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি”।
ওরা ভালো মানুষ হয়ে মানুষের পাশে থাকুক ইচ্ছাশক্তি ও ধারাবাহিক পরিশ্রমের দ্বারা অনেক ভালো কাজ করা যায়, সমাজে একটা প্রচলিত কথা আছে শিক্ষক-শিক্ষিকাগণ অন্যের ছেলেমেয়েকে তো মানুষ করতে পারে নিজের ছেলে মেয়েকে কয়জন শিক্ষক-শিক্ষিকা মানুষ করে তুলতে পেরেছে ? মহান সৃষ্টিকর্তার রহমতে আমি আমার ৯ ছেলে-মেয়েকেই উচ্চ শিক্ষা দিতে পেরেছি এটাই আমার প্রাপ্য, ওরা ভালো থাকুক দুআ রইল সব ছাত্র-ছাত্রীদের প্রতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct