জৈদুল সেখ, বড়ঞা: সরকারি ভাবে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন কৃষকেরা। এবছরও যাতে একই সমস্যার মুখে না পড়ত হয় তারজন্য রাত জেগে কৃষক বাজারে লম্বা লাইন কৃষকদের। এমনই ঘটল দেখা গেল মুর্শিদাবাদের বড়ঞা কৃষক বাজারে। সোমবার সন্ধ্যে থেকে লম্বা লাইনের ভিড় কৃষকদের। উল্লেখ্য খোলা বাজারে ধান বিক্রি করলে সঠিক অর্থ মেলে না। তাই কালোবাজারির হাত থেকে বাঁচতে সরকারি এই মাণ্ডিগুলিই একমাত্র ভরসা কৃষকদের। বেআইনি ভাবে ধান বিক্রি রুখতে আগাম এই পদক্ষেপ। তবে সরকারি ভাবে ধান বিক্রির জন্য কুপন সংগ্রহ করতে কৃষকদের লাইনে চরম বিশৃঙ্খলাও ছড়ায়। ঘটনাস্থলে পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় কৃষকদের। জানা যায়, মঙ্গলবার সাবলপুর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের কৃষকরা কুপন সংগ্রহ করার সুযোগ পাবেন। আগে লাইন না দিলে কুপন মিলবে না, ফলে আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়েই রাতভর অপেক্ষা করেছেন কৃষকরা। এই করোনা পরিস্থিতির জন্য অত্যন্ত ভয়ানক। সেই কারণে ভিড় রুখতে ঘটনাস্থানে বড়ঞা থানার পুলিশ এসে কৃষকদের সরিয়ে দিতে যায়। কিন্তু তাঁদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ।
প্রথমে শুরু হয় বচসা। পরে ধস্তাধস্তি।এরপর পুলিশ তাদের কৃষক বাজারের বাইরে বের করে দেয়। পরে কৃষক বাজারের বাইরে লাইন দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার সকালে কৃষক বাজারে কুপন বিলি প্রক্রিয়া শুরুর পরেও বিশাল লাইন থাকে। কৃষকরা বলছেন, রাতভর লাইন দিয়েও কুপন মিলবে কিনা সংশয় রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct