আপনজন ডেস্ক: অর্থ কেলেঙ্কোরি মামলায় রেহাই পেলেন না বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতিও। বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার ১১ বছরের কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
এসকে সিনহাকে অর্থ পাচারে ৭ বছর এবং আত্মসাতের অভিযোগে ৪ বছর সাজা দেওয়া হয়।
অন্য আসামিদের মধ্যে ফারমার্স ব্যাংকের সাবেক এমডিকে ৪ বছর এবং ব্যাংকের ওই সময়ের ৭ কর্মকতাকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। বাকি দুই আসামি শাহজাহান ও নিরঞ্জনকে খালাস দেওয়া হয়েছে।
এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে ১৮২ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়।
গত ২১ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক রায় প্রস্তুত করতে না পারায় ৯ নভেম্বর দিন নির্ধারণ করা হয়।
এর আগে, গত ৫ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক অসুস্থ থাকায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়।
২০১৯ সালের ১০ জুলাই ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন দুদক পরিচালক বেনজীর আহমেদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct