সেক আনোয়ার হোসেন, হলদিয়া: কাজের দাবিতে হলদিয়ার ডিটারজেন্ট তৈরির কারখানার গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সকাল থেকে বিক্ষোভ অবস্থান। এইদিন প্লাকার্ড হাতে মিছিল করে এসে উদ্বাস্তু ক্ষতিগ্রস্তরা গেটে জমায়েত করেন। হলদিয়া দূর্গাচক থানা এলাকায় ডিটারজেন্ট তৈরির কারখানা হিন্দুস্তান ইউনিলিভার গেটের সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ জমিহারা পরিবারকে বঞ্চিত করে বহিরাগতদের কাজে নিয়োগ করছে।স্থানীয়দের দক্ষতা ও যোগ্যতা থাকা স্বত্ত্বেও বড় অঙ্কের টাকার বিনিময়ে বাইরে থেকে লোক নিয়ে এসে নিয়োগ করেছে এমনটাই অভিযোগ স্থানীয়দের। ‘কারখানা ম্যানেজমেন্ট কী গদ্দার দাদার অনুগামী’ লেখা প্লাকার্ড নিয়ে শ্লোগান দেন বিক্ষোভরত মানুষজন। এই দিন মহিলারাও বিক্ষোভে সামিল হন। আরও অভিযোগ,কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিনের পুরনো দক্ষ কর্মীদের সঙ্গে নানাভাবে দুর্ব্যবহার করেন।এর প্রতিবাদে সরব হয়েছেন শ্রমিকরাও। কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে চায়নি। আইএনটিটিইউসির তমলুক জেলার সভাপতি তাপস মাইতি মাইতি বলেন,কে বা কারা এই বিক্ষোভ দেখাচ্ছে আমার জানা নাই, তবে ট্রেড ইউনিয়ন গত ভাবে কোন বিক্ষোভ দেখানো হয়নি।তিনি বলেন, বিক্ষোভের কোন তাৎপর্য নেই। শ্রমিকদের অভিযোগ থাকলে ট্রেড ইউনিয়ন অফিস রয়েছে কিংবা কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে নোটিশ বা ডেপুটেশন দিতে পারে। এভাবে বিক্ষোভ দেখানোটাই বাঞ্ছনীয় নয় বলে তাপস মাইতি ক কটাক্ষ করতে ছাড়েননি হলদিয়ার বিজেপির বিধায়ক তাপসি মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct