আপনজন ডেস্ক: দৃষ্টিহীনদের পড়াশুনার জন্য ব্রেইল পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু যেসব দৃষ্টিহীন ইসলাম ধর্মাবলম্বী তারা কুরআন পড়তে চাইলে সমস্যায় পড়তে হত। তাই তিউনিসিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের শেষ পারা প্রকাশিত হয়েছে।
তিউনিসিয়ার ধর্ম মন্ত্রণালয় সেদেশের অন্ধদের জন্য মহান আল্লাহর বাণী পাঠের সুবিধার্থে ব্রেইলে বর্ণমালায় পবিত্র কুরআনের ৩০তম পারা প্রকাশ করেছে।৩ নভেম্বর মঙ্গলবার মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তিউনিসিয়ায় প্রথমবারের মতো ব্রেইলে বর্ণমালায় পবিত্র কুরআন মুদ্রণ করা হয়েছে। ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি তিউনিসিয়ার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের দ্বারা পর্যবেক্ষণ করার পর সেদেশের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির মুসাফ কমিটির অনুমতির মাধ্যমে প্রিন্ট করা হয়েছে। তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী প্রথম পর্যায়ে সারা দেশের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনের ৩০তম পারার এই পাণ্ডুলিপি বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন। এই মন্ত্রণালয় ব্রেইল বর্ণমালায় সম্পূর্ণ কুরআন প্রিন্ট করে সেদেশের মসজিদে এবং অন্ধদের মধ্যে বিতরণ করার পরিকল্পনা করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct