আপনজন ডেস্ক: চোটে পড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই সবশেষ দুই ম্যাচ খেলেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ইনজুরিতে পড়লেও জাতীয় দলে ডাক পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। চোট সারিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা মেসিকে জাতীয় দলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। জানিয়েছেন, মেসিকে ছাড়তে প্রস্তুত নয় তারা।
চলতি মৌসুমে একের পর এক চোট ভোগাচ্ছে মেসিকে। যদিও সেগুলো গুরুতর নয়। তবে টানা খেলায় বাধাগ্রস্ত করছে ইনজুরি। গত ২৯শে অক্টোবর লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে অনিশ্চিত ছিলেন মেসি।
পরে অবশ্য ফার্স্ট হাফ খেলেছিলেন পিএসজি তারকা। এরপর গত ৪ঠা নভেম্বর চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি মেসি। লাইপজিগের সঙ্গে সেই ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে পিএসজি। গত ৭ই নভেম্বর ফরাসি লিগ ওয়ানের ম্যাচে বোর্দোর বিপক্ষেও ছিলেন না মেসি। নভেম্বর মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসিকে কেন্দ্র করেই দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বিষয়টি মোটেও পছন্দ হয়নি পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো। ফরাসি দৈনিক লেকিপকে দেয়া সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। তিনি বলেন, ‘যে আমাদের জন্য প্রস্তুত নয় এবং সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছে, তাকে তার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আমরা রাজি নই।’ লিওনার্দো বলেন, ‘এটির কোনো মানে হয় না এবং এই ধরনের পরিস্থিতিতে ফিফার সঙ্গে আলোচনা করা উচিত।’
আগামী ১৩ই নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এর চারদিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ মেসিদের।
আরও পড়ুন: