আপনজন ডেস্ক: শেষ পর্যন্ত আফগানিস্তানের ১৭ রাজ্যে নতুন গভর্নর নিয়োগ করল তালেবান সরকার। নতুন এই গভর্নরদের নিয়োগ দেওয়ার কথা আজই জানিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র ও তথ্য উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ । বিবৃতিতে তিনি জানান, তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদার আদেশে এই নিয়োগ দেওয়া হয়। নতুন গভর্নর নিয়োগ করা প্রদেশগুলো হল বাদাখশান, পাকতিয়া, কাবুল, কুন্দুজ, বাগলান, লগার, পাকতিকা, বামিয়ান, উরুজগাঁ, ফারাহ, সারি পুল, জাওজজান, মাইদান ওয়ারদাক, জাবুল, ফারইয়াব, নিমরোজ ও গজনি। এছাড়া ১৫ রাজ্যে উপ প্রাদেশিক গভর্নর ও ১০ প্রদেশে পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান জবিউল্লাহ মুজাহিদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct