আপনজন ডেস্ক: প্রয়াত হলেন সার্বিয়ার পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট মুয়ামের জুকোরলিক মাত্র ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট মুয়ামের জুকোরলিক শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যান। তার বয়স ছিল ৫১ বছর।
নোভি পাজারের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার ঠিক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। জুকোরলিক ছিলেন সার্বিয়ান পার্লামেন্টের সদস্য ও পার্টি অফ জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশনের নেতা। এছাড়া ২০১৬ সাল পর্যন্ত তিনি ইসলামিক কমিউনিটির মেশিহাটের প্রধান ছিলেন।
বসনিয়াক একাডেমি অফ সায়েন্সেস অ্যান্ড আর্টসের তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা।
সার্বিয়ার এই নেতার জন্ম ১৯৭০ সালের ১৫ ফেব্রুয়ারি তুতিন পৌরসভার ওরলজে গ্রামে।
তার মৃত্যুতে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক এবং সার্বিয়া পার্লামেন্টের প্রেসিডেন্ট আইভিকা ডেসিক জুকোরলিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক শোকপ্রকাশ করে বলেছেন, মুয়ামের জুকোরলিকের আকস্মিক মৃত্যুর খবরে আমি খুব দুঃখ পেয়েছি। একজন বিরল শিক্ষিত এবং সৎ রাজনীতিবিদ ছিলেন তিনি। তাই তার সেই ব্যক্তিত্বের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধাশীল ছিলাম। যদিও তার সঙ্গে আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সার্বিয়ার পার্লামেন্ট একজন বিবেকবান এবং উদ্যোগী সাংসদকে হারিয়েছে। আর দেশ রাজনৈতিক ক্ষেত্রে একজন স্মার্ট বক্তাকে হারাল।
তিনি আরো বলেন, জুকোরিলিক সার্বিয়ার সকলের জন্য সহনশীলতা ও উন্নত জীবনের সুবিধার জন্য তার জ্ঞান ও শক্তি দিয়েছেন। তিনি সামাজিক জীবনে সক্রিয়ভাবে জড়িয়ে হৃদয় দিয়ে কাজ করেছেন।
আরও পড়ুন: