জয়প্রকাশ কুইরি, পুুরুলিয়া: মানভূমের অন্যতম ঐতিহ্য গরু খোঁটার বিশাল উৎসব হল কোটশিলা থানার নলকুপী গ্ৰামে রবিবার। সাধারনত এই গরু খোঁটা হয় ভাতৃ দ্বিতীয়ার দিন। সাঁওতালরা গরু খোঁটা করেন সহরাই পরবের তৃতীয় দিনে। গরু খোঁটা হল জওয়ান গরুকে শক্ত দড়ি দিয়ে খোঁটায় বেঁধে তাকে খেপিয়ে তামাশা দেখা। গরুটিকে রাগানোর জন্য তার মুখের সামনে চামড়া নাড়ানো হয়। জোরে বাজনা বাজিয়ে তার সামনে চামড়া নাড়ালেই গরুটি তেড়ে আসার চেষ্টা করে। তবে খোঁটায় বাঁধা থাকার কারণে বেশি কিছু করতে পারে না। এই উৎসব গ্ৰামে গ্ৰামে হলেও নলকুপী গ্ৰামে এটির আয়োজন হয় বিশেষভাবে। গ্ৰামের হংসবাহিনী ক্লাবের পক্ষে নলকুপি ফুটবল মাঠে ফি বছর ভাই ফোঁটার পরদিন এমন আয়োজন হয়। সঙ্গে থাকে ফুটবল প্রতিযোগিতাও। ক্লাবের পক্ষে,নির্মল মাহাত ,অজিত মাহাত ও সমাজ সেবী তথা তৃণমূল নেতা কানাই কুমার বলেন, মানভূমের ঐতিহ্য ধরে রাখতেই তারা নিয়মিত গরু খোঁটা করছেন। মানুষ উৎসাহিত হন এই আয়োজনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct