আপনজন ডেস্ক: শেষ পর্যন্ত গর্ভবতী মহিলাদের করোনার টিকা গ্রহণের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশের গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়া শুরু করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিন এক টুইট বার্তায় গর্ভবতী মহিলারা টিকা নিতে পারবেন বলে জানিয়েছে। টু্ইট বার্তায় বলা হয়, 'আপনি যদি গর্ভবতী হন তবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেন।' সেখানে বলা হয়েছে, গর্ভবতী মহিলারা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলে তাদের স্বাস্থ্য উচ্চ ঝুঁকিতে পড়ে যায় এবং গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লে প্রিম্যাচিউর শিশুর জন্ম দিতে পারেন যা মা এবং শিশু দুজনের জন্যই বেশ ঝুঁকিপূর্ণ।হু জানিয়েছে, অন্তঃসত্ত্বা মায়েরা করোনার বিরুদ্ধে টিকা নিতে পারবেন। টুইটে বলা হয়েছে, অন্তসত্ত্বা মহিলাদের করোনার বিরুদ্ধে টিকা নিতে হবে। করোনায় আক্রান্ত নারীরা এই রোগে মারাত্মক ঝুঁকিতে আছে। করোনায় আক্রান্ত হলে অপরিণত শিশুর জন্ম হতে পারে।অন্য এক টুইটে ডব্লিউএইচও বলছে, 'সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলেও করোনার টিকা নিতে হবে। ভবিষ্যৎ সন্তানের সুস্থতার জন্য টিকা নিতে হবে।' এর আগে গত ১৯ অক্টোবর মার্কিন রোগ ও ওষুধ কেন্দ্রের (সিডিসি) ওয়েবসাইটে অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct