আপনজন ডেস্ক: তালেবানের সঙ্গে আলোচনা করে আফগানিস্তানে ১০টি মেয়েদের স্কুল খুলেছে তুরস্ক। আফগান মহিলাদের শিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তুরস্ক এ পদক্ষেপ নিল। তুরস্কের পার্লামেন্টে হওয়া এক সভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেন, 'আফগানিস্তানে থাকা ১৪টি বালিকা বিদ্যালয়ের মধ্যে খুলে দেওয়া এ ১০টি স্কুলও পরিচালিত হয় তুরস্কের মাআরিফ ফাউন্ডেশনের মাধ্যমে। মাআরিফ ফাউন্ডেশন হলো তুরস্কের সরকার পরিচালিত একটি প্রতিষ্ঠান। সমগ্র আফগানিস্তানজুড়ে চালু হওয়া ৮০টি বিদ্যালয় পরিচালিত হয় এ মাআরিফ ফাউন্ডেশনের মাধ্যমে।গত মাসে তুরস্ক সফররত তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এ তালেবান প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়েছিলেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান প্রতিনিধিদের সঙ্গে হওয়া ওই আলোচনায় আফগানিস্তানের সকল পক্ষকে একত্রিত করার বিষয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি। আমরা আফগানিস্তানে একটি সমন্বিত সরকার চাই। এছাড়া মহিলাদের জন্য (শিক্ষা ও কাজের) আরো সুযোগ দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct