আপনজন ডেস্ক: জ্বালানি তেলের পর এবার ভারতে দাম কমেছে ভোজ্যতেলের। দীপাবলির আমেজে জনসাধারণকে এমন স্বস্তি উপহার দিয়েছে ভারত সরকার। ভারতে সূর্যমুখী, পাম এবং সয়াবিন তেলের দাম কমেছে লিটারে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। শেষ কিছু মাস ধরে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং ভোজ্যতেলের দাম পাল্লা দিয়ে বেড়েছিল। তাই উৎসবের আমেজে তেল বিক্রেতা সংস্থাগুলোকে দাম কমানোর অনুরোধ করেছিল ভারত সরকার। সেই অনুরোধ রাখতেই তেল বিক্রেতা সংগঠন সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের ভোজ্যতেলের দাম কমাল।শুল্কের বিষয়টি বিবেচনা করে তেল বিক্রেতা সংস্থাগুলো ভোজ্যতেলের দাম বেশি কমানো সম্ভব নয় বলে জানিয়ে লিটার প্রতি দাম কমিয়েছিল ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। এরপর তেলের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার। ফলে শহরভেদে সয়াবিন, পাম এবং সূর্যমুখী তেলের দাম কমেছে লিটারে ৫- ২০ টাকা পর্যন্ত। তবে কমেনি সরিষা তেলের দাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct