অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশনের পরিকাঠামোগত নানা দিক খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)। শনিবার বিকেলে বালুরঘাট রেল স্টেশনের পরিকাঠামোগত নানা দিক খতিয়ে দেখতে কাটিহাট ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী এর সাথে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার, রেলের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সহ সমস্ত ধরনের আধিকারিকেরা।
জানা গিয়েছে, এদিন বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে আগে বুনিয়াদপুর রেল স্টেশন পরিদর্শন করেন তিনি। মূলত পরিকাঠামোগত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এবিষয়ে কাটিহার ডিভিশন এর ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী জানান, এটি আমাদের একটি রুটিন পরিদর্শন বলা যেতে পারে। সাধারণত এই ধরনের পরিদর্শনের মধ্যে দিয়ে আমরা সিগনালিং সহ সম্পূর্ণ রেলওয়ে সিস্টেম এর নানা বিষয়ে খোঁজ-খবর নেই এবং খতিয়ে দেখি। আমরা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এবং গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনে একটি দ্বিতীয় প্ল্যাটফর্ম সহ একটি লোডিং পয়েন্টের তৈরির বিষয়ে প্রস্তাব রাখছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct