জৈদুল সেখ, লালবাগ: দীপাবলিতে যখন চারিদিক আলোয় আলোকিত তখন কিছু ধ্বংসপ্রায় অবহেলিত ইতিহাসের বুকে মোমের আলো জ্বেলে দেওয়া হল মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে। বিগত চারবছর ধরে ধারাবাহিক ভাবে বাংলার বুকে এই অভিনব কর্মসূচী চলে আসছে। উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি করা ও সেই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, যাতে মুর্শিদাবাদ জেলা তথা বাংলার গুরুত্বপূর্ণ ঐতিহ্য গুলি যথোচিত ভাবে সংস্কার ও সংরক্ষণ করে ইতিহাসের হাত ধরে পর্যটন বিকশিত হয়। মুর্শিদাবাদ জেলার নিমতিতা জমিদার বাড়ি, লালবাগের ফৌতি মসজিদ, কাশিমবাজার বড় রাজবাড়ি, কর্ণসুবর্ণের নির্জন প্রত্নক্ষেত্র ও লালগোলার রাজবাড়ির গেস্ট হাউস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য ও পুরাসম্পদের ওপর এই মোমের আলো জ্বেলে দেওয়া হল মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র-র উদ্যোগে। এক সময় এই সকল ঐতিহাসিক স্থাপত্যগুলোতে উৎসবে থাকত আলোর রোশনাই । বছরভর থাকত নানা ব্যস্ততা। মানুষের উপস্থিতি ছিল অহরহ। কিন্তু এখন সবটাই ধূসর ইতিহাস। বেশিরভাগই অবহেলায় মৃত্যুর প্রহর গুনছে। অনেক ক্ষেত্রে ইতিহাস হারিয়ে গেছে অথবা ইতিহাসকে ভুলিয়ে দেওয়া।
তাই মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলিতে মানুষের কাছে বিশেষ করে পর্যটন ক্ষেত্রে গুরুত্ব বাড়িয়ে দিতে এই অভিনব উদ্যোগ। এ প্রসঙ্গে আয়োজক সংস্থার সদস্য সোমনাথ ভট্টাচার্য জানান, ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও জেলার অবহেলিত স্থাপত্য ও পুরাসম্পদগুলিকে সঠিক ভাবে সংস্কার ও সংরক্ষণ করতে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণের জন্য এই কর্মসূচি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct