জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: আবারো একবার সম্প্রীতির নজির গড়লেন শেখ কবির। দিন কয়েক পরেই ছট পুজো। আর সেকারণেই শুক্রবার ঝালদা থানার হুসেনডি গ্রামের সংখ্যালঘু পরিবারের তথা সমাজসেবী শেখ কবির নিজে দাঁড়িয়ে করলেন ছট পুজোর ঘাট পরিষ্কার। জানা যায় পুণ্যার্থীদের স্বার্থেই অন্যান্য বছরের মতো এবছরও পুরানো ঝালদার বড় বাঁধের ছট ঘাট পরিষ্কারের কাজে হাত লাগান তিনি। প্রতিবছর পুণ্যার্থীরা আসেন এই ছট ঘাটে পূজা করতে।
স্থানীয় এক ব্যক্তি জানান, আশে পাশের প্রায় সবকটি গ্রাম থেকে কয়েক হাজার মানুষের হয় ভিড় এই ছট ঘাটে। এখানে ছট পুজোর সময় সূর্যাস্ত ও সূর্যোদয়ে দেওয়া হয় অর্ঘ্য। যদিও এবিষয়ে ঝালদা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা সমাজসেবী শেখ কবির বলেন, উপস্থিত পুণ্যার্থীদের যাতে পুজা করতে কোনো রকম অসুবিধা না হয় তাই ছট ঘাট পরিষ্কার করা হল। জানা যায় বিভিন্ন উৎসবে তিনি নানা অনুষ্ঠানে ত্রিপল, বস্ত্রও ইত্যাদি বিতরণ করে থাকেন ।