আপনজন ডেস্ক: খন মাস দেড়েক বাকি আছে, তবে ভিনিসিয়ুস জুনিয়রের এখনই পৌষ মাসের অনুভূতি হতে পারে। অন্যদিকে ‘সর্ব’ না হলেও রবার্তো ফিরমিনোর জাতীয় দলে কিছু করে দেখানোর স্বপ্ন কিছুটা হলেও ‘নাশ’ হল আর কী! চোটে পড়েছেন ফিরমিনো, সে কারণে এ মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন লিভারপুল ফরোয়ার্ড। আর তাতে কপাল খুলেছে ভিনিসিয়ুসের। মৌসুমের শুরু থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়ুসকে ব্রাজিল দলে ফিরমিনোর জায়গায় ডেকেছেন ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপ বাছাইপর্বে এবারের দুই ম্যাচই ব্রাজিলের জন্য বেশ কঠিন হতে পারে। ১২ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের মাটিতে কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমাররা। এর পাঁচ দিন পর—১৭ নভেম্বর ব্রাজিলের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাটিতে। ভিনিসিয়ুস সে দুই ম্যাচে ব্রাজিলের তুরুপের তাসই হতে পারেন। দারুণ গতি আর ড্রিবলিংয়ের ঝলক তো কৈশোর থেকেই দেখিয়ে এসেছেন, যে কারণে ভিনিসিয়ুসের বয়স ১৭ থাকার সময়েই তাঁকে পেতে ৪ কোটি ৬০ লাখ ইউরোর বিনিময়ে আগাম চুক্তি করে রেখেছিল রিয়াল, যাতে অন্য কোনো ক্লাব তাঁকে কেড়ে নিতে না পারে। ১৮ বছরের আগে চুক্তি করা যায় না বলে ভিনিসিয়ুস রিয়ালে গিয়েছিলেন বয়স ১৮ হওয়ার পরেই। কিন্তু তখনো তো তিনি ছিলেন ‘অমসৃণ হীরা’! ড্রিবলিংয়ে, গতিতে, বল পায়ে ব্রাজিলিয়ান ঝলকে মুগ্ধতা ছড়ালেও প্রতিপক্ষ গোলপোস্টের সামনে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল অনেক। অভিজ্ঞতার পাশাপাশি সেখানেও উন্নতি এসেছে, গত মৌসুমের শেষ দিক থেকেই তা বোঝা গেছে। ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। আর এই মৌসুমে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ হয়ে যাওয়ার পর তো ভিনিসিয়ুস যেন অন্য রূপে দেখা দিয়েছেন! এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৫ ম্যাচে গোল করেছেন ৯টি, করিয়েছেন আরও ৭টি। করিম বেনজেমার পাশাপাশি রিয়ালের অন্যতম বড় ভরসাই ‘ভিনি’। এমনই যে, ক্লাব রেকর্ড গড়ে রিয়াল যাঁকে নিয়েছে, সেই এদেন হ্যাজার্ড চোট কাটিয়ে ফিরেও দলে জায়গা পাচ্ছেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct