জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: সহরায় উৎসবের প্রুস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরুলিয়া জুড়ে। কালীপুজো নয় ,মানভূমি বাঁদনাও নয় এ হল সাঁওতাল সমাজের যৌবন উৎসব । সাঁওতাল সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কার্তিক মাসের আমাবস্যার দিন থেকে রাস পূর্ণিমা অবধি বিভিন্ন দিনে এই উৎসব পালন করে থাকেন। এই উৎসবের জন্য ঘর দোর মুছে পরিষ্কার করা হয় এবং ঘরের দেওয়ালে সুন্দর কারু কার্য করা হয় প্রাকৃতিক রঙে। কোথাও কোথাও কালী পুজোর দিনেই এই উৎসব শুরু হয়ে গিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো প্রতিটি সাঁওতাল গ্রামের মোড়লরা কুলি বসে (সকলে মিলে মিটিঙ করে) সিদ্ধান্ত নেন কোন গ্রামে কোন পাঁচ দিন এই উৎসব হবে যার ফলে এক গ্রামের মানুষ আরেক গ্রামে যোগ দিতে পারবে এই উৎসবে। আত্মীয় স্বজন দের করা হয় নেমন্তন্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct