আপনজন ডেস্ক: ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আর্জি জানিয়েছিল এক মুসলিম প্রতিনিধি দল। মজলিশে মুশাওয়ারাত, জামায়াতে ইসলামি, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরা আগরতলায় গিয়ে ত্রিপুরা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাক্ষাতের জন্য আর্জি জানিয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী দূরের কথা পুলিশের ডিজিও সময় দিতে চাননি। অবশেষে এক স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখে পাঠান। তাতে সই করেন মজলিশে মুশাওয়ারাতে নাভেদ হামিদ, জাামতে ইসলামির সেলিম ইঞ্জিনিয়র প্রমুখ।
ত্রিপুরা সফরকারী চারটি প্রধান জাতীয় মুসলিম সংগঠনের নেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে একটি চিঠি লিখে পূর্ব তথ্য এবং বারবার অনুরোধ সত্ত্বেও তাদের সময় না দেওয়ার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তারা মুসলিম জনগণের বিরুদ্ধে সহিংসতা নিয়ন্ত্রণে তার প্রশাসনের ব্যর্থতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct