আপনজন ডেস্ক: প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেওড়াতলা শ্মশানে। গান সেল্যুট জানিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। বিদায় জানানোর সময় ছিল ভিড় ঠাসা মানুষ। তাদের চোখের জলে বিদায় নেন সুব্রত।
শুক্রবার সকালে 'পিস ওয়ার্ল্ড' থেকে বের করা হয় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ। শববাহী যানে করে দেহ নিয়ে রবীন্দ্র সদরের উদ্দেশ্য়ে পাড়ি দেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। শেষবারের মতো কাছের মানুষকে দেখতে রবীন্দর সদনে ভিড় জমিয়েছিলেন অগণিত অনুগামী। দুপুর ২ট নাগাদ বিধানসভায় আনা হয় সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। সুব্রতর পায়ের কাছে মাথা নীচু করে থাকতেও দেখা তাঁকে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রী বিধাযকরা শ্রদ্ধা জানান। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য থেকে শুরু করে এক সময়ের সতীর্থ বহু যুদ্ধের সাক্ষী সুব্রত মুখোপাধ্যায়কে শেষবারের মতো শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান। সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রমাণিক, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা রাহুল সিনহা।
মোহনবাগান ক্লাবের তরফে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত এবং প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়।
বালিগঞ্জের বাড়িতে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ পৌঁছনোর পর একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে শেষশ্রদ্ধা প্রয়াত মন্ত্রীকে। তারপর কেওড়াতলা মহাশ্মশানের পথে নিয়ে যাওয়া হয় সুব্রতের মরদেহ। হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ তৃণমূল নেতার। এর পর
গান স্যালুট জাাননো হয় সুব্রতকে। তারপর চোখের জলে বিদায় নেন সুব্রত মুখোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct