রাকিবুল ইসলাম, বহরমপুর: বেশ কয়েকমাস ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার সুজাপুর কুমারপুর পঞ্চায়েতের তাতলাপাড়া গ্রাম। দুপক্ষের সংঘর্ষে এলাকায় চলে বোমাবাজি। এলাকায় ড্রোন ক্যামেরা উড়িয়ে বোমা উদ্ধার করে বেলডাঙ্গা থানার পুলিশ। এক সপ্তাহ আগে এলাকা থেকে পুরুষ ও মহিলা ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকায় সৃষ্টি হচ্ছে চাপা উত্তেজনা ও আতঙ্কে ইতিমধ্যেই গ্রামের মানুষ বহু পরিবার গ্রামছাড়া হয়ে পড়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ পুলিশের অত্যাচারে গ্রামে বাস করা যাচ্ছেনা। সন্ধ্যা নামতেই এলাকায় শুরু হচ্ছে পুলিশের অত্যাচার। বাড়িঘর এমনি ঘরের জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে বলেও অভিযোগ। আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা বলে জানান গ্রামবাসী নুরজাহান বেওয়া।
এরই প্রতিবাদে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে একটি শান্তি মিছিল পরিক্রমা করে ওই এলাকায়। অধীর চৌধুরী বলেন, শাসকদলের এই গোষ্ঠীদ্বন্ত বাদ দিয়ে এলাকায় শান্তি ফিরে আসুক। সাধারণমানুষের উপর অত্যাচার বন্ধ হোক। বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান সেখ বলেন, এলাকায় যে বোমাবাজি হয়েছিল সেই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রয়েছে। অধীর চৌধুরী সস্তা রাজনীতি চালাচ্ছেন বলেই পাল্টা অভিযোগ করেন তিনি।