আপনজন ডেস্ক: ভারতে বিশিষ্টজনদের ফোনে আড়িপাতা নিয়ে ব্যাপক শোরগোলের মধ্যে ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাসকে কলো তালিকাভুক্ত করল আমেরিকা। আমেরিকার নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা করল পেগাগাস নির্মাতা ইসরাইলি সংস্থা এনএসওকে। ফলে মার্কিন মুুলুকে তাদের দরজা বন্ধ হয়ে গেল। ইসরাইলি স্পাইওয়্যার নির্মাতা সংস্থা “মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তা স্বার্থের পরিপন্থী” কাজ করেছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের তরফে জানানো হয়েছে, বিভিন্ন দেশের সরকারকে স্পাইওয়্যার বিক্রি করে এনএসও গোষ্ঠী।
এই স্পাইওয়্যার বিভিন্ন কর্মকর্তা এবং সাংবাদিকদের গতিবিধির উপর নজরদারি চালাতে ব্যবহার করা হয়।উল্লেখ্য, পেগাসাস প্রস্তুতকারক সংস্থা এনএসও-র বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গিয়েছে এনএসওর তৈরি পেগাসাসের সম্ভব্য নজরদারির আওতায় রয়েছে বিশ্বের প্রায় হাজার দশেক মানবাধিকার কর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ এবং শিল্পপতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct