আপনজন ডেস্ক: নিজের পাঁচজনকে খুনের দায়ে এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত। বৃহস্পতিবার আদালত ওই মহিলাকে এই সাজা দেয়। মামলার প্রসিকিউটররা ওই মহিলাকে ভয়ানক ‘হিংসুটে’ বলে আখ্যায়িত করে তার কারাবাসের প্রথম ১৫ বছরে তার জন্য প্যারোলে মুক্তির আবেদনের কোনো সুযোগও রাখেননি। শুধুমাত্র ক্রিশ্চিয়ান কে. নামে চিহ্নিত ২৮ বছর বয়সী ওই মা ২০২০ সালের সেপ্টেম্বরে তার ছোট্ট ছোট্ বাচ্চাদের বাথটাবে ডুবিয়ে বা শ্বাসরোধ করে হত্যা করেন। সোলিংজেন শহরের পারিবারিক ফ্ল্যাটে তার এক, দুই এবং তিন বছর বয়সী তিন মেয়ে এবং ছয় ও আট বছর বয়সী দুই ছেলের মৃতদেহ তাদের বিছানায় পাওয়া যায়, প্রত্যেকের মৃতদেহ একটি করে তোয়ালে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এরপর ওই মহিলা নিজেও ডুসেলডর্ফ স্টেশনে একটি ট্রেনের সামনে নিজেকে ছুঁড়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু তাকে উদ্ধার করা হয়েছিল এবং তিনি কোনো প্রাণঘাতি আঘাত না পাওয়ায় বেঁচে যান। তার ষষ্ঠ সন্তান ১১ বছর বয়সী একটি ছেলে সেই সময় স্কুলে থাকার কারণে মায়ের এই নির্মম হত্যাকাণ্ড থেকে বেঁচে গিয়েছিল। প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে, ওই মা তার বাচ্চাদের হত্যার আগে তাদের সকালের নাস্তার পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এই ভয়ানক হত্যাকাণ্ডের প্রসিকিউটররা তার যাবজ্জীবন কারাদণ্ড চান। তারা বলেন যে, ক্রিশ্চিয়ান কে. তার নিষ্পাপ সন্তানদের সরলতা এবং দূর্বলতার সুযোগ নিয়েছেন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct