আপনজন ডেস্ক: বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার লক্ষ্যে আলোচনা চলতি মাসে আবারও আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি-কানি। ইরান আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে সম্মত হয়েছে বলে জানিয়েছে আলি বাকেরি-কানি।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক উপপ্রধান ও আলোচনার মধ্যস্থতাকারী এনরিক মোরার সঙ্গে টেলিফোনালাপে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় শুরু করতে সম্মত হয়েছি। মার্কিন নিষেধাজ্ঞা দূর করার লক্ষ্যেই এ আলোচনা হবে। ২০১৫ সালে দীর্ঘ আলোচনার পর ৬ বিশ্বশক্তির সঙ্গে জয়েন্ট কনপ্রিহেনসিভ প্ল্যান ফর অ্যাকশন নামে পরিচিত ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতা করে ইইউ। ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct