আপনজন ডেস্ক: সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়ে তাকে আন্তর্জাতিক বুকার পুরস্কার। এ বছর সেই পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার লেখক ড্যামন গ্যালগাট। তাঁর উপন্যাস দ্য প্রমিস–এর জন্য এ বছর বুকার পুরস্কারে ভূষিত হলেন। গত বুধবার এ পুরস্কার দেওয়া হয়। এর আগেও দুবার তাঁর নাম বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় এসেছিল। তবে তিনি পুরস্কার জেতেননি। তবে এবার জিতে নিলেন। খ
ড্যামন গ্যালগাট তাঁর জন্মভূমিতে একটি পরিবারকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে তুলে ধরেছেন। এর মধ্যে বর্ণবৈষম্যের শেষের দিক থেকে প্রেসিডেন্ট জ্যাকব জুমার শাসনামল পর্যন্ত সময়কে তুলে ধরেছেন তিনি।
বেশ কয়েক দশক ধরে বিস্তৃত সময়ের পটভূমিতে রচিত বইটিতে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে একটি পরিবারের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার বিষয়টি ফুটিয়ে তুলেছেন লেখক ড্যামন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct