আপনজন ডেস্ক: লন্ডন ভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ণ সংস্থা কিউএস র্যাঙ্কিং এজেন্সি এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলির ক্রমতালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার শীর্ষে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সোনালি চক্রবর্তী ব্যানার্জি বুধবার বলেন, ভারতের সমস্ত রাজ্য সরকার পরিচালনাধীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে থাকলেও এটি ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয়টি জেএনইউ, উভয়ই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।'
তিনি আরও জানান, এশিয়ান বিশ্ববিদ্যালয়গুলিতে কিউএস র্যাঙ্কিং দ্বারা প্রকাশিত র্যাঙ্কিং ২০২২ প্রকাশিত হওয়ার পরে আমি তথ্য পেয়েছি। আমাদের শিক্ষাবিদদের ভাল কাজ চালিয়ে যেতে হবে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় এশিয়ায় ১৫৪ তম স্থানে রয়েছে বলেও তিনি জানান
কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২১ এ বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক, কর্মী, পিএইড ধারী, বিদেশি শিক্ষার্থীদের অনুপাত প্রভৃতি ১১টি বিষয় বিবেচনা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct