আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরী নেই। তার আগে ফের সাম্প্রদায়িক মেরুকরণের পথেই চললেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার তিনি বললেন, আগের সরকারের সময় জনসাধারণের অর্থ কবরস্থানের জমিতে ব্যয় করা হত। কিন্তু বিজেপি সরকার আসার পর জনসাধারণের অর্থ মন্দিরগুলির উন্নতির জন্য ব্যবহার করা হচ্ছে।
দীপাবলি উপলক্ষে রামকথা পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি আরও ঘোষণা করেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনার সুবিধাভোগীরা আগামী বছর হোলি পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর সময় দরিদ্রদের বিনামূল্যে রেশন প্রদানের জন্য চালু করা এই প্রকল্পের মেয়াদ এ বছরের নভেম্বরে শেষ হতে যাচ্ছে। তবে তাঁর সরকার 'মহামারী এখনো শেষ না হওয়ায়' আগামী বছর হোলি (মার্চ) পর্যন্ত তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পূর্ববর্তী সরকারগুলিকে নিশানা করে যোগী আদিত্যনাথ বলেন, আগে রাজ্যের অর্থ কবরস্থানের জন্য জমিতে ব্যয় করা হত। আজ মন্দিরের আপগ্রেড এবং নির্মাণের জন্য অর্থ ব্যয় করা হচ্ছে। অযোধ্যায় একটি রাজকীয় রাম মন্দির নির্মাণ চলছে এবং উত্তর প্রদেশের ৫০০টি মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থানের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার অন্যান্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct