সাদ্দাম হোসেন মিদ্দে, বানতলা: খাল সংস্কার, ভেড়ি ভরাট বন্ধসহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ মৎসজীবী সমিতির পথ মিছিল ও ডেপুটেশন। বুধবার সকাল নয়টায় বামনঘাটা থেকে পথ মিছিল শুরু হয়। বাসন্তী হাইওয়ে রাজ্য সড়ক ধরে বানতলা চর্মনগরিতে গিয়ে মিছিল শেষ হয়।
এদিন মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমরেড তুষার ঘোষ। মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ মৎসজীবী সমিতির সদস্য ও স্থানীয় মৎস্যজীবীরা। খাল সংস্থার চাই, ভেড়ি ভরাট বন্ধ করতে হবে, ফিসারিতে জলচাইসহ একাধিক দাবি সম্বলিত প্লাকার্ড হাতে দেখতে পাওয়া যায় মিছিলে অংশগ্রহণকারীদের। পথ মিছিল শেষে বানতলা আঞ্চলিক সেচ দফতরে ডেপুটেশন জমা দেওয়া হয়। সেচ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দাবি গুলি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য বানতলা চর্মনগরি এলাকায় জমি মাফিয়ারাজের দৌরাত্ম্য বেড়েছে সাম্প্রতিক সময়ে। বেআইনি ভাবে জলা জমি দখল করে ব্যাঙের ছাতার মতো বহুতল গজিয়ে উঠছে বলে স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ। ফলে সমস্যায় পড়েছেন কয়েকহাজার মৎসজীবী পরিবার!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct