রাকিবুল ইসলাম, বহরমপুর: সাঁওতালী ভাষায় উচ্চ মাধ্যমিক উত্তির্ন ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির দাবিতে বিক্ষোভ বহরমপুরে। মুর্শিদাবাদের বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হন তারা। মোট ৪২ জন ছাত্রছাত্রী চলতি বছরে সাগরদিঘীর চরদিঘীর হাইস্কুলে সাঁওতালী মিডিয়াম থেকে পাশ করে। তারপর তারা তাদের মাতৃভাষা অলচিকি নিয়ে পড়তে চাইলেও ভর্তি হতে পারছে না কোনো কলেজে বলে জানান এক ছাত্র জহর মূর্ত। সুজিতা সোরেন নামে এক ছাত্রীর বলেন এর আগে আমরা প্রশাসনিক ভবনে আসলে আমাদের আশস্ত করা হয় ভর্তি করা হবে বলে।
কিন্তু এখোনো না হওয়ায় আবারো বিক্ষোভে সামিল হয়েছি বলেন তিনি। অভিভাবক জাটু মাড্ডির কথায় এর আগেও জেলাশাষকের দপ্তরে এসেছি, প্রশাসনিক আধিকারিকেরা জানান সমস্যার সমাধান হবে। তার পরেও এখোনো কোনো সুরাহা না হওয়ায় আবারো প্রশাসনিক ভবনে এসেছি। তাদের দাবি মানা না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct