আপনজন ডেস্ক: জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখে মাস্ক নেই কেন? কেন তিনি সামাজিক দূরত্ব বজায় না রেখে আলিঙ্গন করছেন বিশ্ব নেতাদের? তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি মিডিয়ার নজর এড়ায়নি। জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিভিন্ন মহল। ভিডিও-তে দেখা যাচ্ছে, জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রথমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলছেন মোদী। তার মুখে মাস্ক নেই। বরিস তার দিকে কনুই এগিয়ে দেন। দুইজনে কনুই লাগিয়ে একে অপরকে সম্ভাষণ করেন। খানিক দূরে দাঁড়িয়ে ছিলেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। দুই রাষ্ট্রপ্রধানের দিকে তিনি এগিয়ে আসতেই মোদী গুতেরেসের একেবারে সামনে চলে যান। তাকে জড়িয়ে ধরেন। কিন্তু গুতেরেস অস্বস্তিতে পড়ে যান। মার্কিন নাগরিক কেভিন জবোর্নির উদ্যোগে ১৯৮৬ সালে মিশিগানে প্রথম কোলাকুলি দিবস পালিত হয়েছিল৷ জবোর্নি মনে করতেন ‘মার্কিন সমাজ প্রকাশ্যে আবেগ দেখাতে অস্বস্তিতে ভোগে’৷ এই পরিস্থিতি থেকে মার্কিনিদের বের করে আনতে তিনি এমন দিবসের সূচনা করেছিলেন৷ পরে এটিই বিশ্ব কোলাকুলি দিবস হয়ে ওঠে৷ জলবায়ু সম্মেলনের মঞ্চে এই দৃশ্যই বিতর্ক তৈরি করেছে। প্রশ্ন উঠছে, করোনাবিধি ভেঙে কেন মাস্কহীন মোদী গুতেরেসকে আলিঙ্গন করলেন? তিনি কি সামাজিক দূরত্বের কথা ভুলে গিয়েছেন?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct