আপনজন ডেস্ক: অসমের প্রাক্তন মন্ত্রী ও সুপরিচিত আইনজীবী দাপুটে সংখ্যালঘূ নেতা আব্দুল মুহিব মজুমদার বুধবার সকাল ৮.১৫ নাগাদ পরলোকগমন করলেন। তিনি এক মাস থেকে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি ছিলেন এবং বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার দেহ জিএমসিএইচ থেকে তার হাতিগাঁওয়ের বাসভবনে নিয়ে যাওয়া হয় ও সেখানেই দার দাফন সম্পন্ন হয়।
আব্দুল মুহিব মজুমদার ১৯৭০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৮৩ থেকে ১৯৯১, ১৯৯৬-২০০১ এবং ২০১১-২০১৬ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে চারবার এলএ-৬ হাইলাকান্দির প্রতিনিধিত্ব করেন। এই নির্বাচনী এলাকাটি এর আগে ১৯৪৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তার বাবা প্রতিনিধিত্ব করেছিলেন।
মুহিব মজুমদার ১৯৮৩ সালে হিতেশ্বর শইকিয়ার নেতৃত্বাধীন কংগ্রেস মন্ত্রিসভায় ক্যবিনেট মন্ত্রী হন। ১৯৮৫ সাল পর্যন্ত আইন, বিদ্যুৎ ও পৌর প্রশাসন মন্ত্রী ছিলেন। ১৯৯০-এর দশকে তিনি ইউপিএ (ইউনাইটেড পিপলস পার্টি অফ আসাম) নামে একটি নতুন দল গঠন করেন এবং ১৯৯৬ সালে প্রফুল্ল কুমার মহন্তের নেতৃত্বে অগপ নেতৃত্বাধীন জোট মন্ত্রণালয়ে ২০০১ সাল পর্যন্ত সেচ বিভাগের দেখাশোনা করে আসামের ক্যাবিনেট মন্ত্রী হন। তার মৃত্যুতে অসমের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিন কন্যাসন্তানকে রেখে যান তিনি।তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভয়েস অব ফ্রিডমের নর্থ ইস্ট ইন্ডিয়া প্রধান মাওলানা মহবুবুর রহমান। তিনি বলেন, অসমের সংখ্যালঘু রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct