আপনজন ডেস্ক: বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় মসজিদে ভাঙচুর ও সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী চার সপ্তাহের মধ্যে ত্রিপুরার মুখ্যসচিব, পুলিশের ডিজিপি এবং রাজ্য মানবাধিকার কমিশনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ত্রিপুরার ঘটনা নিয়ে বিভিন্ন সংখ্যালঘু সংগঠিনের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বাংলাদেশে কুরআন অবমাননাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও পুজো মণ্ডপে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই মিছিলের লোকজন সংখ্যালঘুদের ধর্মস্থান ও বাড়ি ঘর ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এর পর বিভিন্ন মহল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন জানানো হয়। অবশেষে জাতীয় মানবাধিকার কমিশন সক্রিয় হল এই ব্যাপারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct