আপনজন ডেস্ক: করোনা মহামারীর মধ্যে ভারতে ব্যাপক হারে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বছর এ দেশে করোনায় মৃত্যুর চেয়ে আত্মহত্যার সংখ্যা বেশি। স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে খবর, ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৪৯ জন। একই বছর আত্মহত্যা করেছেন ১ লাখ ৫৩ হাজার মানুষ। আত্মহত্যাকারীদের মধ্যে ৩৭ হাজার ৬৬৬ জন দিনমজুর রয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে নেওয়ার অন্যতম কারণ অসুস্থতা। এছাড়াও আত্মহত্যাকারীদের মধ্যে দৈনিক মজুরিতে কর্মরতর শ্রমিকরাও রয়েছেন। করোনার সময় লকডাউনে গভীর সংকটে পড়েন দেশের দিনমজুররা। লাখ লাখ পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরে আসার জন্য ভিড় করতে দেখা গিয়েছিল। দেশের বিভিন্ন বড় শহরে কাজের তাগিদে গিয়েছিলেন তারা। দৈনিক পারিশ্রমিকে কর্মরত এই শ্রমিকদের অনেকেই লকডাউনের জেরে প্রথম দিকে বাড়ি ফিরতে পারেননি। এদিকে গোটা দেশ বন্ধ থাকায় কোনও কাজও ছিল না তাদের হাতে। ফলে এই অর্থকষ্ট, সার্বিক পরিস্থিতি তাদের আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ২৭ হাজার ৬২৩ জন গত বছর অসুস্থতার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আর ১৬ হাজার মানুষ কেন আত্মহত্যা করেছেন তা এখনও অজ্ঞাত। এছাড়াও ‘অন্যান্য কারণ’-এর জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন আরও ১৫ হাজার মানুষ। আত্মহত্যাকারী মহিলা ৫০ শতাংশই গৃহবধূ। ওই সময় একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীরা আত্মহত্যার পথ বেছে নিয়ে ব্যাপকভাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct