সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা নিট-২০২১ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হল বাঁকুড়ার সৌম্যদীপ হালদার। বাঁকুড়ার সোনামূখীর শ্যামবাজারের ছাত্র সৌম্যদীপ হালদার এই পরীক্ষায় সারা ভারতে ১৯ রাংক অধিকার করেছে এবং রাজ্যের মধ্যে সে প্রথম। ছোট বেলা থেকেই চিকিতসক হবার স্বপ্ন সৌম্যদীপের। এবং তার পরিবারের ইচ্ছে ছেলে বাড়ির ছেলে চিকিৎসক হোক। এই পরীক্ষায় সফল হয়ে দিল্লী এইমস থেকে রেডিওলজি স্পেশালিস্ট হওয়ার ইচ্ছে রয়েছে তার।
সৌম্যদীপ হালদার জানান , ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম কিন্তু রাজ্যে প্রথম হবো এটা অপ্রত্যাশিত ছিল । বাবা-মা সহ ফ্যামিলির অন্যান্য সদস্য এবং শিক্ষকরা আমর সাফল্যের জন্য পরিশ্রম করেছেন ।
সৌম্যদীপ হালদারের বাবা চন্দ্রভানু হালদার বলেন , আমি দারুণ আনন্দিত ছেলের এই সাফল্যে। ও শুধু সোনামুখী নয় গোটা রাজ্যের গর্ব । আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct