আপনজন ডেস্ক: স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন। ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের ২৬তম সম্মেলন বা সংক্ষেপে কপ২৬ নামে পরিচিতি পাওয়া সম্মেলনটি বিশ্বনেতাদের অংশগ্রহণে সোমবার থেকে শুরু হয়েছে।
এর আগে রোববার ইতালির রোমে বৃহৎ অর্থনীতির দেশগুলোর জি২০ জোটের সম্মেলনে জলবায়ু রক্ষায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার বিষয়ে লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও এই বিষয়ে কোনো কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম সোলিহ প্রথম দিনের অধিবেশনে বক্তব্য দেবেন।
জি২০ সম্মেলনের মতোই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্লাসগোর সম্মেলনে অংশ নিচ্ছেন না। অপরদিকে নিরাপত্তার অজুহাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গ্লাসগোতে অংশ নিচ্ছেন না। আগামী ১২ নভেম্বর সম্মেলন শেষ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct