আপনজন ডেস্ক: করোনা ভাইরাস মহামারিতে বিশ্বে প্রকৃতপক্ষে কত মানুষ মারা গেছেন তা নির্দিষ্ট নয়। তবে বিভিন্ন দেশের সরকারের দেয়া তথ্যমতে এই সংখ্যা ৫০ লাখের বেশি। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন এই সংখ্যা দুই কোটির কাছাকাছি। বহু দেশে সরকারি হিসাবের বাইরে অসংখ্য মানুষ মারা গেছেন- যাদের হিসাব সরকারি খাতায় স্থান পায়নি। এ অবস্থায় করোনা ভাইরাসের ভবিষ্যত গতিপথ কেমন হবে তা নির্ভর করে ব্যাপকহারে টিকা দেয়ার ওপর। বার্তা সংস্থা এএফপির মতে, প্রতিটি দেশ যেসব তথ্য সরবরাহ দিয়েছে তাতে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৫০ লাখের বেশি। কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা ৫০ লাখের অনেক বেশি। এ বিষয়টিতে নজর রেখেছে বৃটেনের বিখ্যাত ইকোনমিস্ট ম্যাগাজিন। তাদের রিপোর্টে বলা হয়েছে, করোনায় বিশ্বে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ মারা গেছেন। পাস্তুর ইনস্টিটিউটের মহামারি বিষয়ক প্রফেসর আর্নাউড ফন্টানেট এএফপি’কে বলেছেন, এই সংখ্যাটিই আমার কাছে অধিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তিনি বলেন, পূর্ব ইউরোপে জনগণের মধ্যে টিকা নেয়ার বিরোধিতা প্রবল ছিল। এ কারণে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেয়ার কাজ ব্যর্থ হয়েছে। ফলে জনগণের মধ্যে ভয়াবহ মহামারি দেখা দিয়েছে। এতে তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ হাজার ৩৩ জন। এ নিয়ে বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ চার হাজার ৩৭০ জনে।একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ৮০ হাজার ৫২০ জন। শনিবার পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়েবসাইটির তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বেড়ে দাঁড়াল ২৪ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৪৩৯ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩১৪ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জন মানুষ মারা যায়। মোট আক্রান্ত হয়েছে চার কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৯৭৯ জন।এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৯০০ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct