আপনজন ডেস্ক: রাজ্যের অন্যতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিশেষ স্থান অধিকার করে আছে আল আমীন মিশন। বিশেষ করে প্রতি বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাড়াও সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-এ উজ্জ্বল ফল করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হল না। দেশের মধ্যে প্রথম পাঁচশোর মধ্যে স্থান করে নিয়েছে আল আমীন মিশনের ছাত্র। সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট-২০২১ এর ফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, আমীন মিশনের ছাত্র তৌহিদ মুর্শিদ ৭২০ নম্বরের মধ্যে ৬৯০ নম্বর পেয়েছে। অন্যদিকে, আল আমীন মিশনের এক ছাত্রী দেবস্মিতা দাঁ পেয়েছে ৬৬৮।
এ ব্যাপারে আল আমীন মিশনের সম্পাদক এম নুরুল ইসলাম জানান, মালদার ভূমিপুত্র তৌহিদ মুর্শিদ ষষ্ঠ শ্রেণি থেকে আল আমীন মিশনে পড়াশুনা করে আসছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশেরও বেশি নম্বর পেয়েছেন। নিট-এ আল আমীন মিশন থেকে প্রশিক্ষণ নিয়ে তৌহিদ মুর্শিদ ৬৯০ নম্বর পেয়ে দেশের মধ্যে ৪৭০ তম স্থান অধিকার করেছে।
তৌহিদ মুর্শিদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পার দেওয়ানাপুর গ্রামে। বাবা পেশায় শিক্ষক মুহাম্মদ নুরুল হক। মা স্বাস্থ্য কর্মী ইসমত আরা খাতুন। তৌহিদের বড় ভাই বিটেক ইঞ্জিনিয়র। আর বোন মেরি কুলসুম একাদশ শ্রেণির ছাত্রী। আল আমীন মিশন সূত্রে জানা গেছে, তৌহিদ মুর্শিদ হাওড়ার উলুবেড়িয়ার নয়াবাজ ক্যাম্পাসে থেকে পড়াশুনা করেছে। সমাজসেবার করার জন্য তার ইচ্ছা ছিল ডাক্তার হওয়া। তার সেই স্বপ্ন সফল হতে চলেছে। এছাড়া, আল আমীন মিশন স্টাডি সার্কল থেকে প্রশিক্ষণ নিয়ে নিট-এ ৬৬৮ নম্বর পেয়েছে দেবস্মিতা দাঁ। সর্বভারতীয় স্তরে তার স্থান হয়েছে ১৭৮৬। তার বাবা দিব্যেন্দু দাঁ মোবাইল দোকানে কর্মরত। মা ফাল্গুনী দাঁ গৃহবধূ। বাবা মায়ের একমাত্র সন্তান দেবস্মিতা উচ্চমাধ্যমিকে ৯৭.৪ শতাংশ নম্বর পেয়েছে। দেবস্মিতার ইচ্ছা কার্ডিওলজি বা নিউরোলজি নিয়ে ডাক্তারিতে পড়াশুনা করার। দেবস্মিতা থাকে উত্তর ২৪ পরগনার বরানগরে।
আল আমীন মিশন সূত্রে জানা গেছে, একে একে তাদের পড়ুয়াদের উজ্জ্বল সাফল্যের খবর পাওয়া যাচ্ছে। আল আমীন মিশনের হাওড়ার খলিসানি ক্যাম্পাসের ছাত্র মকসেদুল মোল্লা এবারের নিট-এর পেয়েছে ৬৮৫ নম্বর। সর্বভারতীয় ক্ষেত্রে তার স্থান হয়েছে ৬৫০তম।
হাওড়ার ভূমিপুত্র মকসেদুলের বাড়ি উলুবেড়িয়ার তেহট্ট গ্রামে। বাবা মুজিবর মোল্লা জরি শিল্পের সঙ্গে যুক্ত। মা জ্যোৎস্না বেগম গৃহবধূ। এক দাদা ও দিদি দুজনেই স্নাতক। তার ইচ্ছা বড় শল্য চিকিৎসক হওয়া।
আল আমীন মিশনের এই সাফল্যে উচ্ছ্বসিত আল আমীন মিশনের সম্পাদক এম নুরুল ইসলাম জানান, শুধু তৌহিদ মুর্শিদের মতো সংখ্যালঘুরা নন, বহু অমুসলিম ছাত্রছাত্রীরাও এই মিশন থেকে পড়াশুনা করে বা প্রশিক্ষণ নিয়ে এ বছরের নিট-এর দারুণ ফল করেছে। নুরুল ইসলাম আরও বলেন, প্রতি বছরই আল আমীন মিশনের পড়ুয়ারা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ভাল ফল করে থাকে। যদিও এদের সিংহভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের। রাজ্যের বিভন্ন মেডিক্যাল কলেজে চোখ রাখলেই আল আমীন মিশনের কোনও কোনও না ছাত্র খুঁজে পাওয়া যাবে। আল আমীন মিশন তাই বিশেষত পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের এগিয়ে নিযে যাওযার জন্য বদ্ধ পরিকর। তাই এবারের নিট-এ সফল হওয়া আল আমীন মিশনের সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানান নুরুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct