আপনজন ডেস্ক: ফর্বস ম্যাগাজিনের বিচারে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ইরন মাস্ক। এবার তিনি ইগয়ে এলন বিশ্ব থেকে অনাহার দূর করারর অঙ্গীকার নিয়ে। টেসলা-র চিফ ইলন মাস্ক ঘোষণা করেছেন যে, যদি জাতিসংঘের কর্মকর্তারা তাকে গ্যারান্টি দেয় যে তার ৬ বিলিয়ন ডলার দিয়ে বিশ্বে অনাহার মিটবে, তাহলে তিনি নিজের শেয়ার বিক্রির জন্য প্রস্তুত। নিজের ট্যুইট অ্যাকাউন্ট থেকে এই কথা জানিয়েছেন খোদ টেসলার চীফ ইলন মাস্ক।
উনি রাষ্ট্রপুঞ্জের বিশ্ব খাদ্য কার্যক্রমের নির্দেশক ডেভিড ওয়েসলির ট্যুইট রিট্যুইট করে লেখেন, যদি বিশ্ব খাদ্য সংস্থা এই ট্যুইট থ্রেডে এটা বলে দেয় যে, ছয় বিলিয়ন ডলারে বিশ্বে অনাহার কীভাবে মিটবে, তাহলে আমি এখনই টেসলার স্টক বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত।
উল্লেখ্য, জাতিসংঘের বিশ্ব খাদ্য কার্যক্রমের নির্দেশক ডেভিড ওয়েসলি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, টেসলা চীফের মোট সম্পত্তির মাত্র দুই শতাংশ পরিমাণ গোটা বিশ্বের মানুষের খাদ্যাভাব দূর করতে পারে। উনি বলেছিলেন, ইলন মাস্কের সম্পত্তি ৩০০ বিলিয়ন ডলারের বেশি, আর দ্বিতীয় স্থানে রয়েছে জেফ বেজস। উনি ১৯৫ বিলিয়ন ডলারের মালিক। এই দুজনা বিশ্বের খাদ্যাভাব মেটাতে পারে। ডেভিড বলেছিলেন, ইলন মাস্কের কাছে এটা একটা সুবর্ণ সুযোগের মতো। উনি মাত্র দুই শতাংশ মানে ৬ বিলিয়ন ডলার দিয়ে বিশ্বের খিদে মেটাতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct