বাবলু প্রমাণিক, বারুইপুর: তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বাংলা অচল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় বিকল্প নেই, তাই দলে ফিরে আসছেন সবাই। আগামী দিনে দিল্লি তৃণমূল কংগ্রেসের লক্ষ্য তৃণমূল কংগ্রেস ছাড়া দিল্লি দখল করতে পারবে না কেউ । যারা ভুল করেছেন তা বুঝতে পারছেন। বিজেপি বাংলায় কোনও দিন আসতে পারবে না। রাজীব বন্দ্যোপাধ্যায়ের আবার তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বারুইপুরে এই কথা বললেন যাদবপুর লোকসভার সাংসদ মিমি চক্রবর্তী। রবিবার দুপুরে বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তরভাগে এক বিজয়া সন্মিলনিতে আসেন সাংসদ। ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের যাদবপুর-ডায়মণ্ডহারবার সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, জেলার যুব সভাপতি অভীক মজুমদার, বিধায়ক বিভাস সরদার, ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যরা। এদিন বিধায়ক বিভাস সরদার বলেন, পঞ্চায়েত নির্বাচনে মানুষের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাঁদেরকেই প্রার্থী করা হবে। পঞ্চায়েতে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। পঞ্চায়েত এলাকার সুপারভাইজারদের তিনি বলেন তৃণমূল নামক দলটি লোক ভরসা করে তাই এই দলের নাম ভাঙ্গিয়ে যারা খাচ্ছে তাদের কেউ রেহাই পাবে না। তিনি দলীয় কর্মীদের বার্তা দিলেন। মঞ্চ থেকে পঞ্চায়েত ভোটের কোন নেতার কথায় প্রার্থী ঠিক হবে না। গ্রামের লোকের চোখে যে ব্যক্তি কাজে দক্ষতা আছে তাদেরকে চিহ্নিত করে খতিয়ে দেখা হবে। তারপর পঞ্চায়েত এলাকার প্রার্থী করা হবে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবসময় মানুষের সুখ-দুঃখের পাশে থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct