আপনজন ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জাপানি পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ভোট গ্রহণের দিন স্থানীয় সময় রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টোকিওর কেইও লাইনে চলাচলকারী একটি ট্রেনের এক বগিতে ওই হামলাকারী তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় বগিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর তিনি যাত্রীদের ওপর ছুরি হাতে চড়াও হন। এ ঘটনার সময় সন্দেহভাজন হামলাকারী হ্যালোইন উৎসবের মুখোশ পরা ছিলেন। তাঁর বয়স ২৪ বছর। তবে তাঁর নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যদিকে এএফপি জানিয়েছে, আহতের সংখ্যা ৮। আর জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার পরপর ট্রেনের ওই বগির জানালা দিয়ে নামতে দেখা যায় আতঙ্কিত যাত্রীদের। আজ ছিল জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনের ভোট গ্রহণের দিন। রাত আটটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর এ হামলা হয়।
আরও পড়ুন: