সাদ্দাম হোসেন মিদ্দে, সোনারপুর: রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে অনুষ্ঠিত হল বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির তৃতীয় সম্মেলন। মকরমপুর শিশু বিকাশ একাডেমীতে সকাল দশটায় সম্মেলন শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা পাঁচটায়।
এদিন সবার প্রথমে আগত সমস্ত অতিথিদের গোলাপ ও খাতা-কলম দিয়ে অভ্যর্থনা জানান হয়। তারপর মূল মঞ্চে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির আহ্বায়ক তথা শিক্ষক মহম্মদ রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন শিশু বিকাশ একাডেমির পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রশিদ মোল্লা, সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাবিদ মুন্সী আবুল কাশেম, শিসের কর্ণধার তথা বঙ্গবিভূষণ আবদুল ওহাব প্রমুখ।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিশু বিকাশ একাডেমির ছাত্রীরা। উপস্থিত অতিথিদের জন্য দুপুরের আহারের ব্যাবস্থা করা হয়। তাছাড়া উত্তর বঙ্গসহ দূরের অতিথিদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা করা হয়। এদিন সংক্ষিপ্ত বক্তব্য, কবিতা আবৃত্তি ও গল্প পাঠ করেন এবং সংবর্ধিত হন ইসমাইল দরবেশ, ফারুক আহমেদ, মহম্মদ মফিজুল ইসলাম, পিয়াজ রশিদ, জুই রুবাইয়া, রুমা পারভীনারা, লিটন রাকিব, আরফিনা খাতুন, আব্দুর রব খাঁন, হাস্নুহেনা বেগম, আজিজা দেওয়ান, জাকিয়া তাবাসসুম দেওয়ান, রাজিয়া মল্লিক প্রমুখ। চারটি পর্বে এদিনের অনুষ্ঠানকে ভাগ করা হয়। বিভিন্ন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুশ্রী ধাড়া, হাস্নে আরা বেগম ও সাবিনা সৈয়দ। এদিন সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক-সাংবাদিক সৈয়দ আসরার আহমদ। শিক্ষাবিদ মুন্সী আবুল কাশেম সাহেব বলেন, সাহিত্য হচ্ছে মানুষের জীবনে সুস্থ ভাবে বাঁচার হাতিয়ার। যে জনসমাজে সাহিত্য চর্চা নেই সেই সমাজ মৃত! বিশেষ করে মুসলিম মমাজে সাহিত্য চর্চা বিক্ষিপ্ত ভাবে ছিল। সবাইকে একটা জায়গায় নিয়ে এসে সংঘবদ্ধ করার চেষ্টা করছে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি।
সাহিত্য সম্মেলনের আহ্বায়ক মহম্মদ রুহুল আমিন বলেন, পিছিয়ে পড়া সংখ্যালঘু, আদিবাসী, মূলনিবাসী, জনজাতির সাহিত্য প্রতিভা অনুসন্ধানের চেষ্টা করছে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি। বঙ্গবিভূষণ আবদুল ওহাব বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হওয়া দরকার। অন্যান্য যেসব সাহিত্যপ্রেমী এই সম্মেলনে ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন, রেজাউল করিম, সাইফুল্লাহ সামীম, রমজান আলী, রক্তিম ইসলাম,
রিয়াদ হায়দার, গৌতম মন্ডল, গৌতম হালদার, হরিহর বৈদ্য, জাহাঙ্গীর দেওয়ান, দিলীপ কুমার ঘোষ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct