আপনজন ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে গিয়ে পরিবর্তন আনার দাবি করেন। আর ভাঙন ধরিয়ে দেন কংগ্রেসে। তা নিয়ে কটাক্ষ করলেন গোয়া প্রদেশ কংগ্রেস প্রধান গিরিশ ছোড়ঙ্কর। রবিবার তিনি বললেন, গোয়ায় তৃণমূলের সদস্যদের থেকে তাদের হোর্ডিংযের সংখ্যা বেশি। ছোড়ঙ্কর অভিযোগ করেন, বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক কংগ্রেসের ভোট ভাঙতে ‘অন্য একটি দল’প্রতিষ্ঠা করেছে গোয়ায়। আর তা হল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ করে ছোড়ঙ্কর আরও জোর দিয়ে বলেন, ‘গোয়া থেকে গোয়া পরিচালিত হবে পশ্চিমবঙ্গ বা দিল্লি থেকে নয়।
তিনি আরও বলেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হোর্ডিং-এ শুধু মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে। আমি জানি না গোয়ায় মমতা ব্যানার্জি কী করবেন? আপ শুধু কেজরীওয়ালকে দেখায়, গোয়ায় তিনি কী করবেন? গোয়া বাংলা বা দিল্লির লোকেদের দিয়ে পরিচালিত হতে পারে না, গোয়া থেকে চালাতে হবে।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় তৃণমূলের প্রবেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ছোড়ঙ্কর বলেন, তারা এর আগেও চেষ্টা করেছিলেন। কিন্তু তারা ‘ফিরে গিয়েছিলেন’।
গোয়া প্রদেশ কংগ্রেস প্রধান আরও বলেন, গোয়ায় আসার ক্ষেত্রে তৃণমূলের কী উদ্দেশ্য জানি না। যদি তাদের উদ্দেশ্য বিজেপি-কে জয় এনে দেওয়া তাহলে তারা সফল হবে না। রাজ্যবাসীর সেবা না করলে মানুষ কাউকে সমর্থন করবে না। এছাড়া ছোড়ঙ্কর বলেন, তৃনমূল গোয়ায় ভোটের তিন মাস আগে এসেছে। তাই জনগণ তাদেরকে বিশ্বাস করবে না।
আইপ্যাক নিয়ে মন্তব্য করতে গিয়ে ছোড়ঙ্কর বলেন, তৃণমূলের কোনও সমর্থনের ভিত্তি নেই এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের জোরে তৃণমূল কাজ করছে। দলীয় কর্মীদের ‘বেতনভোগী কর্মী’ দ্বারা প্রতিস্থাপিত করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। এছাড়া বলেন, গোয়ায় তৃণশূলের সদস্য যেখানে ১৩০-১৪০জন সেখানে আইপ্যাক কর্মীর সংখ্যা সাড়ে তিনশো। আর তৃণমূল সুপ্রমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন গোয়ায় এসেছিলেন তার উত্তর দেওয়ার জন্য সর্বোত্তম ব্যক্তিরা হলেন ‘অমিত শাহ অ্যান্ড এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct