আপনজন ডেস্ক: করোনা মহামারিতে নতুন করে বিপর্যয়ে পড়েছে রাশিয়া। এক দিনে দেশটিতে সর্বোচ্চ কোভিড শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী মস্কোয় জারি হয়েছে আংশিক লকডাউন। মস্কোয় শুধু ওষুধ ও অন্যান্য অতি প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১১ দিন এই কড়াকড়ি বহাল থাকবে। তাছাড়া, রাশিয়া জুড়ে কর্তৃপক্ষ কর্মীদেরকে শনিবার থেকে ৯ দিনের ছুটি দিয়ে দিয়েছে। ভাইরাস সংক্রমণ কমানোর চেষ্টায় নেওয়া হয়েছে এ ব্যবস্থা। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় কোভিডে রেকর্ড ১ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।সরকারি হিসাবমতে, একই সময়ে রাশিয়ার ৮৫টি অঞ্চলে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে রেকর্ড ৪০ হাজার ৯৬ জনের। রাশিয়ায় সর্বশেষ বড় ধরনের লকডাউন দেওয়া হয়েছিল গত বছর মে-জুনে। দেশটিতে সরকারি হিসাবে এ পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ২ লাখ ৩০ হাজার জনেরও বেশি। এ সংখ্যা ইউরোপের দেশগুলোতে কোভিডে আক্রান্তের মোট সংখ্যার চেয়ে বেশি। গত অক্টোবরে অবশ্য বলা হয়েছিল, রাশিয়ায় কোভিডে মৃতের সংখ্যা ৪ লাখের ওপরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct