আপনজন ডেস্ক: দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনারা আল আকসা মসজিদের কাছে আল ইউসুফিয়া কবরস্থানে ইচ্ছাকৃতভাবে আক্রমণ চালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ২৫ অক্টোবর থেকে আল ইউসুফিয়া কবরস্থান ধ্বংস করে চলেছে ইসরাইল কর্তৃপক্ষ। তাদের অজুহাত, অতি প্রাচীন এই কবরস্থানটি সরকারের মালিকানাধীন পৌরসভার জমি। আল ইউসুফিয়া কবরস্থানের উত্তর অংশে এবং জেরুজালেমের পুরোনো অংশের প্রাচীরের আশেপাশে ইসরাইল খননকাজ শুরু করেছে। এর ফলে অনেক ফিলিস্তিনি শহীদের কবর ধ্বংস হয়ে গিয়েছে। ইসরাইলের এমন মানবিকতা বিরোধী উস্কানিমূলক কাজ জেরুজালেমের জনগণের ক্ষোভকে উস্কে দিচ্ছে। যেকোনো সময় এটা নিয়ে সংঘর্ষ হতে পারে। এ ব্যাপারে ইসরাইলি কর্তৃক আল কুদসের এই পুরোনো কবরস্থান ভেঙে ফেলার উদ্দেশ্য হলো, পূর্ব কুদসের ‘মাউন্ট অফ অলিভস-এ একটি পার্ক তৈরি করা।কবরস্থান ধ্বংসের প্রতিবাদ জানাতে কুদসের বাসিন্দারা কবরস্থানের প্রবেশদ্বারে দাঁড়িয়ে ছিল। যাতে দখলদার বাহিনী তাদের সরঞ্জাম এবং যানবাহন নিয়ে করবস্থানে প্রবেশ করতে না পারে। কিন্তু ইহুদিবাদী সেনারা তাদের ওপর আক্রমণ চালায় এবং প্রতিবাদকারীদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct