আপনজন ডেস্ক: এই প্রথম জনসমক্ষে এলেন মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব। তালেবানের প্রতিষ্ঠাতা শীর্ষনেতা মোল্লা ওমরের ছেলে আফগানিস্তানের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব এই প্রথমবারের মতো সবার সামনে হাজির হলেন। একই সঙ্গে সবার সঙ্গে কথাও বলেছেন। তিনি আফগানিস্তানের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে উপস্থিত হলে সংবাদমাধ্যম তার সাক্ষাৎকার নেন। অনুষ্ঠানে মোল্লা ইয়াকুব আফগানিস্তানের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার জন্য তার দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। কাবুলে জেনারেল মোহাম্মাদ দাউদ খান সামরিক হাসপাতালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আফগানিস্তানে যুদ্ধ, হিংসতা ও রক্তপাতের দিন শেষ হয়েছে। এখন দেশ গঠনের সময়।' তিনি আফগান নাগরিকদেরকে এমনভাবে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, যাতে কোনো মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার কথা চিন্তা না করে। ৩৫ বছর বয়সী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব এর আগে তালেবান যোদ্ধাদের প্রতি অডিও বার্তা পাঠাতেন। তার পিতা মোল্লা ওমর ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনামলে কখনও ক্যামেরার সামনে আসেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct