আপনজন ডেস্ক: আমাদের মোবাইল প্রায় সময় হ্যাঙ্গ করে। এটি হয় ফোনের স্টোরেজ ভরে গেলে। এটি থেকে মুক্তি পেতে হলে অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমস ডিলিট করতে হবে। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। আর স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সাধের ফোনও স্লো হয়ে যায়। এজন্য মাঝে মাঝে ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসহ স্টোরেজ খালি করে ফেলুন। এর জন্য ফোনের স্টোরেজ খালি করতে প্রথমেই স্মার্টফোনের সেটিংসে চলে যান। এবার স্টোরেজ অপশনে ট্যাপ করুন।এখানে ফাইল আকারে যাবতীয় কন্টেন্টের লিস্ট এবং সেগুলো কতটা স্পেস নিয়ে আছে তা দেখানো হবে। এবার ফ্রি আপ স্পেস-এ ক্লিক করুন। এরপর, গুগল ফাইসল অ্যাপ বা রিমুভ আইটেমস নামের একটি অপশন দেখতে পাবেন। এটিকে নির্বাচন করুন। রিমুভ আইটেম ফিচারের সাহায্যে আপনি ব্যাকআপ নেওয়া ফটো এবং ভিডিও সরাতে বা রিমুভ করতে পারবেন। এছাড়া, আপনি ডাউনলোড করা ফাইল এবং কম ব্যবহৃত অ্যাপগুলো সরিয়ে ফেলে মোবাইলের স্টোরেজ বাড়াতে পারবেন। অনেক সময় ফোনের অনেক স্টোরেজ ক্যাশে মেমরির জন্য ভর্তি হয়ে যায়। তাই এটি ক্লিয়ার করার জন্য প্রথমেই সেটিংস অপশনে চলে যান। তারপর স্টোরেজ বিভাগে চলে যান। এখানে ক্যাচে লেখা একটি অপশন দেখতে পাবেন। এটিকে ক্লিয়ার করুন। তবে ক্যাশে মেমোরি সরিয়ে দেওয়ার জন্য আপনার মোবাইলে থাকা কোনো ফাইল ডিলিট হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct