মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার যে কোন থানা এলাকার স্থায়ী অথবা ভাড়াটিয়া বাসিন্দা এরপর থেকে যখনই বাড়ি ছেড়ে বা বন্ধ রেখে এক বা একাধিক দিনের জন্য কোথাও যাবেন, তাঁরা তার আগে অবশ্যই স্থানীয় থানাকে সেব্যাপারে বিশদে জানিয়ে রাখবেন।পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন বিজয়া সম্মেলনির অনুষ্ঠানে একথা বলেন, এর ফলে পুলিশ সেই নির্দিষ্ট বাড়িটি কে নজরে রাখতে পারবে। পাশপাশি ওই বাড়ির মালিক অথবা ভাড়াটিয়ার সম্বন্ধেও তথ্য থাকবে পুলিশের কাছে। পুলিশ সুপার এদিন বলেন, এই ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে ইতিমধ্যেই আলাপ আলোচনা করা শুরু হয়েছে। তাঁরা আশা করছেন আগামী মাস দুয়েকের মধ্যেই জেলাজুড়ে এই ব্যবস্থা কার্যকর করা যাবে।
যদিও এদিন তিনি বলেন, গোটা পূর্ব বর্ধমান জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলার থানা গুলিতে পুলিশ কর্মীর সংখ্যা অপর্যাপ্ত। তবুও জেলা পুলিশ তাঁদের কর্তব্যে অবিচল থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার কাজ যথাযথ ভাবে করার প্রক্রিয়া জারি রেখেছে। তিনি বলেন, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঙালির এতোবড় একটা উৎসবকে জেলাজুড়ে নির্বিঘ্নে সম্পন্ন করা গেছে।