আপনজন ডেস্ক: মাদক মামলায় শাহরুখপুত্রের আরিয়ান খানের বারবার জামিন নাকচ হচ্ছে। আরিয়ানের সঙ্গে গ্রেফতার হওয়া দুজনের জামিন হয়েছে মঙ্গলবার। কিন্তু জামিন হয়নি আরিয়ানের। জামিনকৃতদের কাছে গ্রেফতারের সময় মাদক পাওয়া গেলেও আরিয়ানের কাছে কিছু্ই মেলেনি। এর পরও তাকে আটকে রাখা নিয়ে এনসিবি তদন্ত কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সমীরের চাকরি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। মহারাষ্ট্রের এই নেতার দাবি, আরিয়ানকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আর এই কাণ্ডের পেছনে সমীরের হাত আছে। শুধু আরিয়ান কাণ্ডে নয়, সমীরের বিরেুদ্ধে আরো অভিযোগ আছে এই নেতার। তিনি বলেন, 'এই খেলা শুরু হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর মামলাকে ঘিরে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ছিল। হাইকোর্টও রিয়াকে বেকসুর খালাস করেছেন। তার পরই হঠাৎ করে দেখা গেল, বলিউডের বেশ কয়েকজনকে এ বিষয়ে ডাকা হলো। সেই তালিকায় ছিলেন ২৫ জন। কিন্তু কেন তাদের ডাকা হলো তার কোনো চার্জশিটও ছিল না। এনসিবি এগুলোকে খোলা মামলা হিসেবে ব্যবহার করেছে এবং তাদের ইচ্ছামতো তলব করেছে। মাদকাসক্তদের রিহ্যাবে পাঠানো উচিত। যদি কেউ মাদক নিয়েই থাকেন, তাহলে তার পরীক্ষা করানো হোক। প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু এনসিবি এ ধরনের কাজ করে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে।এতে সমীরের চাকরিও যেতে পারে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct