আপনজন ডেস্ক, ঢাকা: বড় দুর্ঘটনা বাংলাদেশে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় যানবাহন নিয়ে পদ্মায় ডুবে গেল একটি ফেরি। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাটুরিয়া ঘাটে দায়িত্বরত সার্জেন্ট গুলজার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। ডুবে যাওয়া ফেরিটির নাম রো রো আমানত শাহ।
জানা গেছে, ফেরির উপর থেকে দু-তিনটি গাড়ি নামার পরেই ফেরিটি কাত হয়ে যায়, ফলে বাকি গাড়িগুলি একের পর এক জলে পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। ফেরিতে কতগুলো যানবাহন ছিল সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল। তবে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিআইডব্লিউটিসির লোকজনও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct