জৈদুল সেখ, কান্দি: প্রশাসনের আঁটোসাঁটো নজরদারি মধ্যে দিয়ে গঠিত হলো তৃণমূলের নতুন প্রধান। কান্দি থানার অন্তর্গত জীবন্তির মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট বারোজন্ পঞ্চায়েত সদস্যের মধ্যে এগারোজন সদস্যের উপস্থিতিতে মঙ্গলবার নতুন করে তৃণমূলের প্রধান নির্বাচন হল হামিদা বিবি।
উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর তৃণমূল প্রধান মমতাজ বেগম ইস্তফা দেন। সেই ইস্তফার কারণে পঞ্চায়েতে কাজকর্ম পরিচালনার জন্য বিডিও সাহেবের নির্দেশে গত ২৯ সেপ্টেম্বর উপপ্রধান আশিস কুমার মন্ডল কে পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ২৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব ভার দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই নিয়মানুযায়ী ২৬ অক্টোবর কান্দী ব্লকের বিডিও প্রতিনিধি ডেপুটি সেক্রেটারি সুব্রত কুমার হালদার উপস্থিতিতে বেলা বারোটার সময় প্রশাসনের নজর দারির মধ্যে মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন করে তৃণমূলের প্রধান নির্বাচিত হলেন হামিদা বিবি। উপপ্রধান থাকলেন আশিস কুমার মণ্ডল। প্রধান সাহেবা হামিদা বিবিকে পুষ্প স্তবক পরিয়ে বরণ করে নেন তৃণমূল অঞ্চল সভাপতি আবুল কালাম মহাশয়। এছাড়াও তাকে সম্বর্ধনা জানাতে এলাকার মানুষ ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধান সাহেবা হামিদা বিবি বলেন , ‘সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যাদের সঙ্গে নিয়ে এই অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য সহযোগিতা কামনা করছি’।
তবে এবিষয়ে প্রাক্তন প্রধান মমতাজ বেগমকে ফোনে যোগাযোগ করা যায়নি। তিনার স্বামী তৃণমূল নেতা তফেজুল সেখ বলেন,দীর্ঘদিন ধরেই একটা রাজনৈতিক চক্রান্ত কাজ করেছে। ফলে পরিকল্পনা মাফিক দশজন সদস্য মিলে অনাস্থা আনা হয়েছিল। যাইহোক আমি সে বিষয়ে বিতর্কে যেতে চাইনা দল যা বলেছে সেই নির্দেশে মতো চলেছি ভবিষ্যৎ চলব। দলের প্রতি ভরসা আছে যে একদিন ভুল বুঝতে পারবে। আমি মানুষের হয়ে আগেও কাজ করেছি ভবিষ্যতেও করব।
নতুন প্রধান গঠন নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে যেমন ছিল কৌতূহল তেমনি ছিল উত্তেজনা। বুধবার এলাকায় সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য জীবন্তি বাজারসহ অঞ্চলের বিভিন্ন প্রান্তে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct