আপনজন ডেস্ক: ইংরেজি শেখার জন্য রয়েছে নানান ধরনের অ্যাপ। তবে গ্রাহকের কথা মাথায় রেখে এবার বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল নিয়ে এলো ইংরেজি শেখার নতুন ফিচার। যেখানে প্রতিদিনই নতুন নতুন ইংরেজি শব্দ শিখতে পারবেন ব্যবহারকারীরা। গুগল ব্লগ পোস্টে নতুন এই ফিচার সম্পর্কে জানানো হয়েছে, দৈনন্দিন জীবনে আরও বেশি করে নতুন ইংরেজি শব্দ শেখার প্রবণতা দেখা গিয়েছে। তাই গ্রাহক যাতে খুব সহজেই তাদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে পারে তাই গুগল নিয়ে এসেছে নতুন এই ফিচার। এটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে প্রথমেই সাবস্ক্রাইব করতে হবে। আর একবার সাবস্ক্রাইব করা হয়ে গেলেই প্রতিদিনই নিত্য নতুন ইংরেজি শব্দ অর্থসহ নোটিফিকেশন পাবেন। জানা গেছে, গত সেপ্টেম্বরে গ্রাহকরা ইন্ট্রুভার্ট এবং ইন্টেগ্রিটি এই দুই শব্দ সবচেয়ে বেশি করে সার্চ করেছেন। কেউ জানতে চেয়েছেন এই দুই শব্দের অর্থ কি। কেউ বা এই দুই শব্দের প্রয়োগ কি ভাবে করা যায় তাই জানতে চেয়েছেন। এরপরই মূলত গুগলের এই নতুন ফিচারটি কথা মাথায় আসে। এই সার্চের বিষয়টি লক্ষ্য করেই তারা এমন ফিচার নিয়ে হাজির হয়েছে। যাতে গ্রাহকরা শুধু শব্দের অর্থ বা তার প্রয়োগ সংক্রান্তই নয়। তার সঙ্গে সেই শব্দ সংক্রান্ত যাবতীয় কৌতূহলও মিটিয়ে নিতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct